‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার মুক্তিতে বাধা, ক্ষোভ উগরে দিলেন দেবলীনা

SHARE

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার মুক্তির কথা ছিল আজ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শিল্পী থেকে পরিচালক সবাই নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছেও গিয়েছিলেন। ট্রেলার উন্মোচন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পাল্টে গেল চিত্র। অনুষ্ঠানের মঞ্চে ট্রেলার চলাকালীন তার ছিঁড়ে দেওয়া হয়।
ট্রেলার চলতে চলতেই তা বন্ধ হয়ে যায়। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ল হোটেলে।

পরিচালক অভিযোগ করেন, ট্রেলার চলাকালীনই তা বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ। অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ জানায়, এই কথা একেবারেই ভিত্তিহীন।
তবে এখানেই সমস্যা থামে না, অভিযোগ-পাল্টা অভিযোগ চলতে থাকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছায়। কলকাতা পুলিশ হোটেলে ঢুকে সরিয়ে নিয়ে যায় বিবেকসহ ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর গোটা টিমকে।

এমন ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
অভিনেত্রী বললেন, ‘আমি ট্রেলারটা দেখেছি, অত্যন্ত ভালো। এই নিয়ে কোনো দ্বিমত নেই। তবে আজকের ঘটনাটা দেখে আমার খুব ঘেন্না করল। প্রত্যেক সংবাদমাধ্যমের কাছে যখন খবর ছিল আজ ট্রেলার দেখানো হবে, তার মানে তো অনুমতি ছিল। এই প্রশ্ন করা বৃথা।
একবারও দেখলাম না হোটেল কর্তৃপক্ষ বলেন যে তাদের বিষয়টা অজানা ছিল বা অনুমতি ছিল না, এমন কিছু বলছেন না। সত্যি বলতে কিছু বলছেন-ই না। প্রথমে দেখলাম, তাকে তাড়া করা হয়েছে, তিনি পালিয়ে বাঁচছেন, তিনি কোনো উত্তর দিতে পারছেন না।

ট্রেলারটি দেখানো বন্ধ করে দেওয়া হলো কেন? কারণ? কেউ জানে না। একটা ছবি বানানো হয়েছে, তার ট্রেলার দেখানো হচ্ছে, সেটা আগে থেকে ঠিক ছিল আজ দেখানো হবে। সেন্সর বোর্ড ছবিটাকে ছাড়পত্র দিয়েছে বলেই তো ছবিটা আজ রিলিজের জায়গায় এসেছে। সেখানে এটা বন্ধ করে দেওয়া হলো কেন? আমার এই ঘেন্না হোটেল কর্তৃপক্ষের ওপর নয়, তাদের দেখে মনে হলো, তারা বাধ্য। আমার মায়া লাগছিল ওই ভদ্রলোককে দেখে। উনি কোথায় যাবেন? কী করবেন? কী বলবেন? কিছু ভেবে পাচ্ছেন না। কারণ এটা করতে হয়েছে ওনাকে (হাবভাব দেখে মনে হলো)। সেকথাও উনি বলতে পারবেন না। কারণ বলা বারণ। ছিঃ মগের মুলুক। আর্ট ফর্মের সঙ্গে এই ছেলেখেলা বাংলায় হচ্ছে? আমি বাকরুদ্ধ।’