শারীরিক প্রতিবন্ধি ও হিজড়াদের ঈদ উপহার

SHARE

রাজধানীর উত্তরাতে বসবাসকারী ১০০ জন শারীরিক প্রতিবন্ধি ও ১০০ জন হিজরাকে (তৃতীয় লিঙ্গ) ঈদ উপহার দেওয়া হয়েছে।

বুধবার বিকাল সাড়ে চারটায় উত্তরার ১৩ নং সেক্টরের মাঠে এফবিসিসিআই’র সহসভাপতি, বিজিএমইএ’র সাবেক সভাপতি এবং স্টারলিং গ্রুপ ও লায়লা গ্রুপের চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার দেওয়া হয়। এ ঈদ উপহার বিতরণে ডিএনসিসি ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান সহযোগিতা করেন।

এর আগে মো: সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকদের মাধ্যমে আরো ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।