কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৬ চিকিৎসক বরখাস্ত

SHARE

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা চিকিৎসকদের মধ্যে ছয়জন কর্মস্থলে অনুপস্থিত থাকার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই ছয় চিকিৎসককে বরখাস্ত করা হয়। ওই চিকিৎসকদের সবাই রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশনায় ওই ছয় চিকিৎসককে বরখাস্ত করা হয়। আজ শনিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ওই ছয় চিকিৎসক করোনাভাইরাসে আক্রা রোগীদের চিকিৎসা কেন্দ্রে সেবা দিচ্ছেন না জানিয়ে গত ৯ এপ্রিল কুয়েত-মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি পাঠানোর পর এই ব্যবস্থা নেয়া হল।

বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিক্যাল অফিসার ডা. উর্মি পারভীন ও মেডিক্যাল অফিসার ডা. কাওসার উল্লাহ। জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।