গত পাঁচ দিনে দেশে করোনা রোগী সুস্থ হয়নি কেউ, শনাক্ত বেড়েছে ৩৩৬

SHARE

বাংলাদেশে গত পাঁচ দিনে কোনো করোনা শনাক্ত রোগী সুস্থ হয়নি। গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশে একজনও সুস্থ হয়নি। গত ৫ এপ্রিল তিন জন সুস্থ হওয়ায় মোট ৩৩ জন সুস্থ হয়। এরপর থেকে থমকে থাকে সুস্থ হওয়ার তালিকা। তবে আজ ১১ এপ্রিল তিন জন সুস্থ হয়েছেন।

কিন্তু দেশে এই পাঁচ দিনে করোনা শনাক্ত বেড়েছে ৩৩৬ জন। ১০ এপ্রিল পর্যন্ত দেশে মোট করোনা রোগী ছিল ৪২৪ জন। গত ৫ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ৮৮ জন। দেখা যায় পাঁচ দিনে দিনে ৩৩৬ জন রোগী শনাক্ত হলেও কেউ সুস্থ হয়নি।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান পাওয়া যায়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন তিনজন।

এনিয়ে দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ৪২৮ জন। আর মারা গেছেন মোট ৩০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫৪টি।