গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করুন

SHARE

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির পটভূমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা জোটের নির্বাহী গ্রুপের সদস্য ছয় দেশ। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে ওই দেশগুলো ওই আহ্বান জানায়।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো কানাডা, জার্মানি, লাটভিয়া, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিবৃতিতে ওই দেশগুলো জানায়, ‘এই সংকটকে (কভিড-১৯) ব্যবহার করে কিছু রাষ্ট্রের স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের ওপর অযৌক্তিক বিধি নিষেধ আরোপ করার চেষ্টায় আমরা উদ্বিগ্ন। এ ধরনের কর্মকান্ড সমাজকে রোগের বিস্তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া থেকে বঞ্চিত একং দায়িত্বশীল সরকারের প্রতি আস্থাকে অবমূল্যায়ন করবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষায় উদ্যোগ নেয় এমন সরকারগুলোকে সহযোগিতার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। কভিড-১৯ বিস্তারের বিরূদ্ধে লড়াইয়ের সময় গণমাধ্যমের ওপর অযৌক্তিক বিধি নিষেধ আরোপ থেকে বিরত থাকার এবং স্বাধীন ও মুÍ গণমাধ্যমের সুরক্ষা, সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাই