ভিড় এড়াতে সুপারশপগুলোতে আরো কাউন্টার খোলার নির্দেশ

SHARE

ঢাকার সুপারশপগুলোতে ক্রেতাদের লম্বা লাইন এড়াতে অতিরিক্ত কাউন্টার খেলার নির্দেশ দিয়েছে ঢাকার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমান আদালত থেকে আজ শুক্রবার এ নির্দেশ দওয়া হয়।

এ ছাড়া ঢাকা মহানগরীসহ জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অভিযান অব্যাহত রাখেন।

এ ছাড়া শুক্রবার ঢাকার জেলা প্রশাসনের উদ্যোগে ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে পাওয়া ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৩০১টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।