বিমান বাহিনীর হেলিকপ্টারে দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা

SHARE

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ১০ জন স্বাস্থ্যকার্মীকে খাগড়াছড়ি জেলার মারিশা থেকে নিউ থাংনাং পাড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়ন এর দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানে প্রায় ১১৫০০ শিশুকে টিকা দেওয়ার জন্য এই দলটি গমন করে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের এই জরুরি অবস্থাতেও গত ২৫ মার্চ রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছিল।