করোনার মাঝেই ঘূর্ণিঝড় ‘হ্যারল্ড’, চরম বিপর্যস্ত জনজীবন

SHARE

গোটা বিশ্ব কাঁপছে করোনা। থামছে না মৃত্যুমিছিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই ধেয়ে আসা ভয়ানক ঘূর্ণিঝড় হ্যারল্ডয়ে আরো বিপর্যস্ত হয়ে পড়ল জনজীবন। বুধবার ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যারল্ড।

ঝড়ের দাপটে উপড়ে পড়ে বহু গাছ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি, পানির তোড়ে ভেসে যায় মাইলের পর মাইল। কার্যত করোনার কামড়ের সঙ্গে ঘূর্ণিঝড়ের থাবায় স্তব্ধ হয়ে পড়ল জনজীবন। প্রশান্ত মহাসাগর থেকে উত্‍পন্ন ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ফিজিতে। মূলত ফিজির সলমন ও ভানুতু দ্বীপে তাণ্ডবলীলা চালায় ঝড়।

ঝড়ে নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়ে। ফিজি দ্বীপের উত্তরে প্রধান সড়ক ‘বা’ পানিতে ভেসে যায়। সুভা অঞ্চলে ঝোড়ো হাওয়ায় উড়ছে আবর্জনা। করোনা পরিস্থিতিতে এটি মারাত্মক বিপজ্জনক বলে জানায় দেশটির স্বাস্থ্য দপ্তর। ফিজি দ্বিপের উত্তরে র উপকূল অঞ্চল থেকে মানুষদের সড়ানোর কাজ চলছে। শহরের পর্যটন স্থানগুলো থেকেও পর্যটকদের বের করে আনা হচ্ছে।

ফিজিতে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত ১৫। সংক্রমণ এড়াতে উদ্ধার কাজ সম্পূর্ণ সমাজিক দূরত্ব মেনে চলছে।