করোনা মহামারি বিশ্ববাসীর জন্য ঐশ্বরিক পরীক্ষা : ইরান

SHARE

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।এটা পুরো বিশ্ববাসীর জন্য ঐশ্বরিক (ঐশী) পরীক্ষা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি এই মন্তব্য করেছেন।

আজ বৃহস্পতিবার পবিত্র শবে বরাত (নিসফুশ শাবান) উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই মহামারি বিশ্বের দেশগুলোর সরকারগুলোর জন্য যেমন পরীক্ষা তেমনি এসব দেশের জনগণের জন্যও পরীক্ষা।

এ মহামারি মোকাবেলার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি বলেছেন, চলতি বছর আসন্ন রমজান মাসে আমরা সম্মিলিত ইবাদতগুলো থেকে বঞ্চিত হতে যাচ্ছি। তবে একইসঙ্গে একাকী মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনেরও সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছি। তাই এ বিষয়ে উদাসীন থাকা উচিত হবে না।