প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাবি শিক্ষকদের দুই দিনের বেতন

SHARE

অসহায় দুঃস্থ মানুষের সাহায্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। গতকাল রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগ গত শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই মহাদুর্যোগ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। এর প্রভাবে দেশের প্রান্তিক, খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।