লকডাউন ভঙ্গ : অসুস্থ ছেলেকে দেখতে যাওয়ায় জরিমানা

SHARE

সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে দেখতে গিয়ে জরিমানার কবলে পড়েছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জেরোমে বোয়েটেং। গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হন বোয়াটেংয়ের ছেলে। ক্লাবের অনুমতি ছাড়া লকডাউনের মধ্যে মিউনিখ থেকে আরেক শহরে ছেলেকে দেখতে যাওয়ায় বোয়াটেংকে জরিমানা করে তার ক্লাব বায়ার্ন মিউনিখই।

সেখানকার সংবাদমাধ্যম জানিয়েছে, বোয়েটেংয়ের ছেলে মিউনিখের বাইরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। কিন্তু লকডাউনের কঠোর নিয়মকানুন চালু অবস্থায় ছেলে দেখতে গিয়েছেন বোয়েটেং। তাই তাকে জরিমানা করা হয়েছে। দোষ স্বীকার করে বোয়েটেং বলেন, ‘আমি জানি ক্লাবকে না জানিয়ে বের হয়ে আমি ভুল করেছি। তবে ওই সময়ে আমি শুধু ছেলের চিন্তাই করেছি। তার শরীর ভালো ছিল না।’

বায়ার্ন মিউনিখে পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের অনুমতি ছাড়াই মিউনিখ শহরের বাইরে গিয়েছিলেন বোয়েটেং। ক্লাবের জারি করা নির্দেশাবলী অমান্য করে অনেক দূরে গিয়েছিলেন তিনি। স্বাস্থ্য বিভাগের পরামর্শে সরকার মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। সেই বিধিনিষেধ অমান্য করায় তাকে জরিমানা করা হয়েছে।’