স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে শিল্প কলকারখানা চালু রাখা যাবে

SHARE

শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণ সাপেক্ষে শিল্প করখানা খোলা রাখা যাবে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সম্প্রতি শিল্প কলকারখানা চালুকরণ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সকল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ রয়েছে। যারা শিল্প কলকারখানা সচল রাখতে আগ্রহী ও করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য যেমন- পার্সোনাল প্রটেকটিড ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড ওয়াস/স্যানিটাইজার, ওষধপত্র ইত্যাদি উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণ সাপেক্ষে শিল্প কলকারখানা চালু রাখতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে প্রতিপালন সাপেক্ষে মালিকগণ কলকারখানাসমূহ সচল রাখতে পারবেন। তবে কারখানায় প্রবেশের পূর্বে থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে শ্রমিকের দেহের তাপমাত্রা বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে। কোন শ্রমিকের দেহে করোনাভাইরাস সংক্রমণের ন্যূনতম উপসর্গ দেখা দিলে তাকে সংগনিরোধের ব্যবস্থা গ্রহণের পাশাপশি চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা মালিকগণকে গ্রহণ করতে হবে।

গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনাসহ তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিতকরণে সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে শিল্প কলকারখানা বন্ধের কোন নির্দেশনা ছিল না।