ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েও হতাশ নন লিওনেল মেসি। বিদায়ের পর এক বিবৃতিতে নিজের দল ইন্টার মায়ামির এই পারফরম্যান্সে গর্বিত এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির ভাষায়— ‘আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’
ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েও মেসির মুখে আত্মতৃপ্তির কথা।
হারের পর আনুষ্ঠানিক বিবৃতিতে মেসি বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ীদের বিপক্ষে হার দিয়ে আজ আমাদের ক্লাব বিশ্বকাপের যাত্রা শেষ হলো।’
এর আগে নিজের সাবেক ক্লাব পিএসজির হয়ে দুই মৌসুম খেলেছিলেন মেসি। তিনি বলেন, ‘এই দলের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের আমি সত্যিই পছন্দ করি, এবং আবার তাদের দেখা পেয়ে আমি আনন্দিত।’
মেসি বলেন, ‘আমরা গর্বিত, কারণ এই টুর্নামেন্টে সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়াটাই ছিল আমাদের লক্ষ্য, এবং সেটা আমরা অর্জন করেছি।
এখন সময় এসেছে এমএলএস ও সামনে যা কিছু আসছে, তার ওপর মনোযোগ দেওয়ার।’