যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে

SHARE

ইউক্রেনে ন্যাটো সামরিক সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র রেজেসো-ইয়াসেনকা বিমানবন্দর রক্ষায় নরওয়ে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনীয় শহরগুলোতে আক্রমণ বাড়িয়েছে, প্রতি রাতে রেকর্ড ৪০০-৫০০ মনুষ্যবিহীন বিমান (ইউএভি) পাঠিয়েছে।

নরওয়ে ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় তার অবদান জোরদার করছে, অন্যদিকে মিশনের মূল লক্ষ্য হলো পোলিশ আকাশসীমা এবং ইউক্রেনের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করা, বিবৃতিতে বলা হয়েছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে স্যান্ডভিক বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ অবদান।
আমরা নিশ্চিত করতে সাহায্য করছি যে, ইউক্রেনের প্রতি সমর্থন তার গন্তব্যে পৌঁছাবে এবং ইউক্রেন স্বাধীনতার জন্য তার লড়াই চালিয়ে যেতে পারে।’

রেজেসো-জাসিওনকা বিমানবন্দরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) এরও কম দূরে অবস্থিত এবং ইউক্রেনের সামনের সারিতে যাওয়ার জন্য পশ্চিমা সরঞ্জামের একটি উল্লেখযোগ্য শতাংশ পরিবহন করে। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ইউক্রেনের জন্য ৯০ শতাংশ সাহায্য রজেসো বিমানবন্দর দিয়ে যাচ্ছে।

এটি কিয়েভে সরকারি সফরে ভ্রমণকারী বিদেশি নেতৃত্বের জন্য একটি প্রধান যাত্রাবিরতির স্থানও।
জানুয়ারিতে, জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ঘোষণা করেছিলেন, বার্লিন পোলিশ বিমানবন্দরকে রক্ষা করার জন্য প্রতিশ্রুত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে।

সূত্র : দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট