শোবিজ অঙ্গনে সবার সঙ্গে সমান আচরণ করা হয় না বলে এক ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন ‘পঞ্চায়েত’ অভিনেত্রী সানভিকা। সে বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী।
শোবিজে বৈষম্যের শিকার হওয়া নিয়ে চলতি মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি ক্রিপটিক নোটে সানভিকা ‘ইনসাইডার বা খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে’ হওয়ার কথা বলেছিলেন।
এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি এখনও একই মত পোষণ করছি, তবে আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাই না।
তবে, আপনি যদি একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তবে এটি সহজ হয়ে যায়। সবারই নিজস্ব লড়াই আছে… অভিনেতা হিসাবে আপনার জীবনের প্রতিটি পর্যায়ে বিভিন্ন ধরণের লড়াই থাকবে।
সম্মানের জন্য নিজেকে প্রমাণ করার বিষয়ে সানভিকা আরো বলেছিলেন, এটি যেখান থেকে এসেছিল তা হলো কমপক্ষে আপনাকে সম্মান এবং কিছুটা সমানভাবে আচরণ করার মতো মৌলিক জিনিসগুলোর জন্য লড়াই করতে হবে না, যা অন্যদের ডিফল্টরূপে দেওয়া হয়। আমি যদি নিজেকে অন্য ব্যক্তির সাথে তুলনা করি তবে তাকে স্বাভাবিকভাবেই সম্মান দেওয়া হয়।
আমাকে প্রমাণ করতে হবে এবং এর জন্য লড়াই করতে হবে, তারপরে আমাকে সেই জিনিসটি দেওয়া হবে।
তিনি লেখেন, ‘কখনও কখনও আমার ইচ্ছা হয় যে আমি একজন ইনসাইডার বা খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এমন হলে জিনিসগুলো আরও সহজ হতো (সম্ভবত, আমি জানি না)। সম্মান পাওয়া এবং সমান হিসাবে ট্রিট হওয়ার জন্য লড়াই করতে হয়। শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের হলে লড়াইটা কম হতো।
’
সানভিকাকে ‘পঞ্চায়েত ২’ ছাড়াও ‘লাখনলীলা ভার্গব’ ও ‘হাজামত’ ওয়েব সিরিজে দেখা গেছে। পঞ্চায়েতের চতুর্থ সিজন উন্মুক্ত হয়েছে কিছুদিন আগে। এই সিজনে নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা অভিনয় করেছেন।