ট্রাম্প বললেন- আপনারা মাফলারও পরতে পারেন

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ মানুষদেরকে মাফলার ব্যবহারের কথা বলেছেন। স্বাস্থ্যকর্মীরা যেন প্রয়োজনীয় মাস্ক ব্যবহারের সুযোগ পায়, সেজন্য গতকাল মঙ্গলবার এ ধরনের পরামর্শ দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, আপনি ওড়না ব্যবহার করতে পারেন। অনেক মানুষের মাফলার রয়েছে। আপনার মাফলার এবং ওড়না ব্যবহার করতে পারেন। ওড়না অনেক ভালো হতে পারে।
তিনি আরো বলেন, আমার মনে হচ্ছে, যদি মানুষ এটা করতে পারে, তাহলে কোনো ক্ষতি হবে না। আমি এটা করতে বলবো, আপনি জানেন যে, কোনোকিছু ছাড়া বাইরে যাওয়ার চেয়ে কিংবা মাস্ক ব্যবহারের বদলে এটা করতে পারেন।
ট্রাম্প আরো বলেছেন, আমরা মিলিয়ন মিলিয়ন মাস্ক তৈরি করছি, কিন্তু সেগুলো হাসপাতালে পাঠিয়ে দিতে চাই।
যদিও এন-৯৫ মাস্কের বিকল্প হিসেবে ওড়না বা মাফলার নিরাপদ নয় বলে র-স্টোরি’র এক প্রতিবেদনে বলা হয়েছে। বাতাস ৯৫ শতাংশ ফিল্টার করতে পারে এন-৯৫ মাস্ক।
অন্যদিকে ওড়না ও মাফলারে ভাইরাস লেগে থাকার শঙ্কা রয়েছে।