করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন আর অন্যজন বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। আজ রবিবার রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে ব্রিফিং করেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিচালক (উন্নয়ন) ডা. ইকবাল কবির উপস্থিত ছিলেন। আইইডিসিআর পরিচালক বলেন, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ জন। দুজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়েছেন এবং ২০ জন চিকিৎসাধীন।

SHARE

করোনাভাইরাসের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসির পরিবর্তিত সময়সূচি জানানো হবে বলে জানানো হয়েছে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।