ইসরায়েলে করোনা আতঙ্কে সব পর্যটকদের কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। করোনা শনাক্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এক প্রেস কনফারেন্সে এ সিদ্ধান্ত জানান নেতানিয়াহু।
করোনা ঝুঁকি কমাতে জার্মানী, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া থেকে আগত সব পর্যটকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটিতে ৩৯ জনকে করোনা শনাক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে ১ হাজারের মত মানুষকে আলাদা পর্যব্ক্ষেণে রাখা হয়েছে।
এরই মধ্যে করোনা আতঙ্কে বন্ধ করা হয়েছে বেথেলহামের গীর্জা ও মসজিদ। বেথেলহামে ১৯ জনকে করোনা রোগী শনাক্ত করা হয়েছে।