করোনা : ভয়াবহ ঝুঁকিতে ইতালি; আক্রান্ত ৫ হাজার

SHARE

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েই চলেছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘন্টায় দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ -এ। এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন আরো সাড়ে ৪ সহস্রাধিক মানুষ।

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ৪৯ জন মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪৬০০ জনেরও বেশি নাগরিক।

করোনাভাইরাসে দেশটিতে এখন চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

চীনে ডিসেম্বরে এই ভাইরাসের উদ্ভব হয়েছিল।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।

সূত্র : বিবিসি