করোনার ভয়ে এবার শান্তিনিকেতনে বসন্তোৎসব বাতিল

SHARE

করোনাভাইরাসের ভয়ে এবার শান্তিনিকেতনে হবে না ঐতিহ্যবাহী বসন্তোৎসব। এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর নীতি নির্ধারণকারী এগজিকিউটিভ কমিটি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এগজিকিউটিভ কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে এবং তাতে বলা হয়েছে যে ক্যাম্পাসে কোনো রকম জমায়েত এড়িয়ে চলতে।

উল্লেখ্য, প্রতি বছর শান্তিনিকেতনে বসন্তোৎসবে লক্ষাধিক লোকের জমায়েত হয় এবং সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন বসন্তের রঙে রঙিন হতে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই একই বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি এবং এই বিজ্ঞপ্তি পাওয়ার পরেই বৈঠকে বসা হয়।

এদিকে বিশ্বভারতীর এই ঘোষণার পরে শান্তিনিকেতনের হোটেল মালিকদের মাথায় হাত। এক হোটেল মালিক বলেন, ‘আমরা এ সময়টার দিকে সারা বছর তাকিয়ে বসে থাকি। কিন্তু এবার কোনো ব্যবসা হবে না।