রাশিয়া-তুরস্ক টানাপোড়েন : ট্রাম্পের কাছে গোলাবারুদ চাইলেন এরদোয়ান

SHARE

সিরিয়ার ইদলিবে চলমান পরিস্থিতিতে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গোলাবারুদের সহায়তা চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই সহায়তা চেয়েছেন তিনি।

বুধবার তুর্কি প্রেসিডেন্ট নিজেই একথা জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে বৈঠক হবে তার মাধ্যমে ইদলিবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন এরদোয়ান।

সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তুর্কি সেনাদেরকে কোনোরকম বিমান সহায়তা দেবে না মার্কিন সেনারা।

তবে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে হোয়াইট হাউজে আলোচনা হয়েছে।

সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি জানিয়েছেন, ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ককে গোলাবারুদের সহায়তা দেয়া হবে।

প্রসঙ্গত, সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধারা গত কিছুদিন ধরে ইদলিব প্রদেশে অভিযান চালাচ্ছে। সেখানে বিশেষভাবে তৎপর রয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির শাম। সিরিয়ার সেনাদের ওপর হামলা জোরদার করেছে তারা। কখনো কখনো তারা তুর্কি সেনাদের গোলাবর্ষণের আড়ালে নিজেরা সিরীয় সেনা ও মিত্র যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। এসব হামলার জবাব দিয়েছে সিরিয়ার সেনারা। ক্রসফায়ারে পড়ে মারা গেছে তুরস্কের বহু সেনা।