দেখে নিন করোনার ভয়ে যে ১০ টি পণ্য বেশি কিনছে ব্রিটিশরা

SHARE

করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এর মধ্যে রেহাই পাইনি যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশগুলো। করোনা ঝুঁকিতে ১০ টি পণ্য কিনে রাখছে ব্রিটেনবাসী। স্বাস্থ্য ঝুঁকিতে কোন ঘাটতি রাখছেনা মানুষ। এর জের ধরে গেলো ১ মাস ধরে রেকর্ড পরিমাণ পণ্য কেনাবেচা হচ্ছে সব সুপারশপগুলোতে।

গেলো ৩০ দিনে ব্রিটেনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মাস্ক, গ্লাভস এবং মাল্টি ভিটামিন। সেই সাথে বাবা মায়েরা তাদের সন্তানের জন্য এসব পণ্য কিনে সংরক্ষণ করছেন।
সবচেয়ে বেশি বিক্রিত ১০ টি পণ্যের মধ্যে রয়েছে:
প্রতিরক্ষামূলক চশমা ৫%
ভিটামিন সি ১০%
এন্টিব্যাকটোরিয়াল হ্যান্ড শোপ ১৮%
স্যানিটাইজার জেল ২৭%
গ্লাভস ৪০%
ম্যাডিকেল মাস্ক ৬৮%
মাল্টি ভিটামিন ও মিনারেলস ৩২%
স্যানিটিাইজিং স্প্রে পেন ১৫%
মশ্চারাইজিং হ্যান্ড স্যানিটাইজার জেল ১৭%
হ্যান্ড স্যানিটাইজিং ফোম ২৯%
এ বিষয়ে ব্রিটেনের একটি অনলাইন শপের ম্যানেজিং ডিরেক্টর বলছেন রেকর্ড পরিমাণ বেচাকেনা হচ্ছে। এ থেকেই বোঝা যায় খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে গোটা বিট্রেনবাসী।