ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুরে মঙ্গলবার রাতে বেলাল হোসেন নামে এক যুবলীগ কর্মীকে মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার এক সহযোগীও গুরুতর আহত হন।
এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে এক সহযোগীকে নিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন বেলাল হোসেন (২৪)। তারা আকবর চাপ্রাশী সড়কের মিজি বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তার উপর ফেলে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলাল হোসেন মারা যান। অপর গুরুতর আহত মোবারক হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত বেলাল হোসেন পশ্চিম সুজাপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য নিয়ে বেলালের সাথে নিজদলীয় কর্মীদের অভ্যন্তরীন বিরোধ চলে আসছে।
ওসি মো. সৈয়দুল মোস্তফা এক যুবলীগ কর্মী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



