নিয়োগবঞ্চিত প্রাথমিক শিক্ষকদের রাজধানীতে মানববন্ধন

SHARE

দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেন ৪০ জেলার নিয়োগ প্রত্যাশীরা।

আজ রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিয়োগ প্রত্যাশীরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত পরীক্ষায় পাস করেও যোগদানে বিলম্ব হওয়ায় আন্দোলন করছেন তারা।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো দ্রুত নিয়োগ নিশ্চিত করে পদায়ন, এ বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে যোগদান কার্যকর করা ও নিয়োগ বিলম্বে দায়ী ব্যক্তিদের শনাক্ত কওে আইনের আওতায় আনা।