দক্ষিণে ডেঙ্গুর বাহক নারী এডিস মশা বেশি, উত্তরে সমান সমান

SHARE

গত ডিসেম্বরে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মশার ঘনত্ব উপস্থিতি সমীক্ষা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে ওই সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়। এতে বলা হয়েছে ঢাকা উত্তরে ৭৪ পয়েন্টের মধ্যে ৪০টিতে নারী এডিস মশা ও ৪১টিতে পুরুষ এডিস মশা পাওয়া যায়। অন্যদিকে দক্ষিণের ৬৩টি পয়েন্টের ৩৯টিতে নারী ও মাত্র ১০টিতে পুরুষ পাওয়া যায়। দক্ষিণে তুলনামূলকভাবে নারী মশার উপস্থিতি বেশি। আর ডেঙ্গুর বাহক হিসেবে কাজ করে এই নারী এডিস মশা।

অনুষ্ঠানে জানানো হয় , এডিস মশার ঘনত্ব ও উপস্থিতি দেখতে পহেলা মার্চ থেকে সমন্বিত আর একটি জরিপ শুরু করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা, রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহনীলা ফেরদৌসী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন ও দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শরিফ উদ্দিন সহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদনের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ডেঙ্গু ও ম্যালেরিয়া কর্মসূচি উপ-ব্যবস্থাপক ডাক্তার আফসানা খান।