বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার দেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রতিবারের মতো এবারও শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বর থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তন (টিএসসি) হয়ে অধিদপ্তর চত্বরে এসে শেষ হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শওকত ওসমান মিলনায়তনে দিবসটির গুরুত্ব বিবেচনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এর উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক থাকবেন লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।
এবার মুজিববর্ষের সব কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবারের গ্রন্থাগার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পড়ব বই, গড়ব দেশ—বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।