গত বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল দিয়ে তার প্রত্যাবর্তন আশা করা হচ্ছে। কিন্তু আজ সোমবার ভারতের কিংবদন্তি অল-রাউন্ডার তথা বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সন্দেহ জাগিয়েছেন। তিনি বলেছেন, এতদিন না খেললে কোনো পর্যায় থেকেই ফিরে আসা যায় না!
ভারতকে দুটি বিশ্বকাপ উপহার দিয়েছেন ৩৮ বছর বয়সী ধোনি। গত মাসে তাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী এর আগে বলেছিলেন যে ধোনি তার একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারেন। তবে আইপিএলে ভালো খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে বিবেচনা করা হতে পারে। এবার কপিল বলেছেন, ‘এতদিন কেউ ক্রিকেট না খেললে কোনো পর্যায় থেকেই ফেরত আসা সম্ভব বলে আমার মনে হয় না।’
কপিল আরও বলেছেন যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে ধোনি কেমন ফর্মে থাকেন, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। তার ভাষায়, ‘এখনও আইপিএল আছে, সেখানে তার ফর্মে থাকাটা জরুরি। সেইসঙ্গে নির্বাচকদের উচিত, দেশের স্বার্থ দেখা। ধোনি দেশকে অনেক কিছু দিয়েছে। কিন্তু ৬-৭ মাস মাঠের বাইরে থাকলে অনেকের মনেই সন্দেহ জাগে। এবং সেটা থেকে এমন কিছু বিষয় আলোচনায় উঠে আসে, যেগুলি আসা উচিত ছিল না।’