চিপসের প্যাকেটে খেলনা কেন? তদন্তের নির্দেশ হাইকোর্টের

SHARE

শিশুখাদ্য হিসেবে বিক্রি করা চিপসের প্যাকেটের ভেতরে শিশুদের জন্য খেলনা দেওয়ার বিষয়টি তদন্ত করে ১৪ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের জন্য সরকারের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্দেশ দেয়া হয়েছে।

আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। এ সময় চিপসের প্যাকেটের ভেতরে শিশু খেলনা না ঢুকাতে সংশ্লিষ্ট কোম্পানিদের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আইনজীবী মো. মনিরুজ্জামান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে খেলনাটাও খেয়ে ফেলার চেষ্টা করে। অনেক সময় তাদের পেটের মধ্যে ঢুকে যায়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মো. মনিরুজ্জামান। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিণ লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে রুলের জবাব দিতে বলা হয়েছে।