‘সাংবাদিকদের আয়কর, গ্রাচ্যুইটির নতুন নিয়ম বেআইনি নয় কেন’

SHARE

সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ডে আয়কর পরিশোধ ও গ্রাচ্যুইটির বিষয়ে মন্ত্রিসভা কমিটির সুপারিশকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।

ওয়েজ বোর্ডের ওই দুটি সুপারিশ চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে তথ্য ও শ্রম সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস গত সপ্তাহে রিট আবেদনটি করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল ও মো. নুরুল করিম বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।