‘রামের নির্দিষ্ট জন্মস্থান বলে দেওয়াটা হাস্যকর’, ভারতের সাবেক বিচারপতি

SHARE

ভারতের সুপ্রিম কোর্ট শনিবার বহুল আলোচিত বাবরি মসজিদ বা অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে। দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার রায় দেয়। ভারতের একটি বড় অংশ সেই রায়কে স্বাগত জানালেও প্রশ্নও তুলেছেন অনেকে। তাৎপর্যপূর্ণভাবে সেই রায় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিও। এবার সেই তালিকায় নাম লেখালেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি প্রশ্ন তুলেছেন, ‘রাম কি ঐতিহাসিক না পুরানের চরিত্র?’

সোমবার বাবরি মসজিদ রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কণ্ডেয় কাটজু বলেছেন, রামের নির্দিষ্ট জন্মস্থান বলে দেওয়াটা হাস্যকর। এমনকি যদি ধরে নিই পুরানের বদলে রাম ঐতিহাসিক চরিত্রই ছিল, তাহলেও কি বলে দেওয়া সম্ভব হাজার বছর আগে সে কোথায় জন্মেছিল?

শনিবার মামলার রায়ে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দু মামলাকারীকে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মন্দির বানাতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।