জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৩

SHARE

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন।

শনিবার বিকেলে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট বাজারের ভিড় লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে হামলাকারীরা। ভারতের গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হামলায় আহত ৭ জনকে শ্রীনগরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরপরই বাজারসহ আশেপাশের এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দুই মাসেরও বেশি সময় পর শনিবার সকালেই মোবাইল সেবা চালু করার ঘোষণা দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। বেশিরভাগ এলাকা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরগুলোতে।

এরমধ্যে সন্ত্রাসী হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সেখানের বাসিন্দারা।

এর আগে গত ৫ অক্টোবর সন্ত্রাসী হামলায় জম্মু কাশ্মীরের অনন্তনাগে ১৪ জন আহত হয়েছিলেন।