মানুষই বহন করতে পারবে এমন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পরীক্ষা ভারতের

SHARE

ভারতীয় সেনাবাহিনীর হাত শক্ত করতে বহনযোগ্য শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা করল দেশটি। আজ বুধবার অন্ধ্রপ্রদেশের রায়ালসীমা অঞ্চলের কুর্নুল জেলার একটি ফায়ারিং রেঞ্জ থেকে এই পরীক্ষা করে ভারত। এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলটি মানুষের বহনযোগ্য হওয়ায়, খুব সহজেই এটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছে এএনআই।

এই মিসাইলে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যাতে রাডারের মত দ্রুত নিশানা স্থির করা যাবে। এটি থার্ড জেনারেশন মিসাইল। এতে উচ্চ মাত্রার বিস্ফোরক বহনের ক্ষমতা রয়েছে।

এর আগে গত মাসেই অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা করে ভারতীয় সেনাবাহিনী। ওড়িশা উপকূল থেকে দু-দুটি মিসাইলের পরীক্ষা করে ভারত। মাটি থেকে আকাশে শত্রু ধ্বংস করতে এই মিসাইলগুলোর পরীক্ষা করা হয়েছে। খুব দ্রুত এই মিসাইলগুলো শত্রুকে ধ্বংস করতে সক্ষম বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, মিসাইলগুলো আকাশে রাখা কল্পিত শত্রুকে সফলভাবে আঘাত হেনেছে।