বিএনপি নেতাদের জনগণের ওপর আস্থা নেই : তথ্যমন্ত্রী

SHARE

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোনো আস্থা নেই। তাদের আস্থা বিদেশিদের ওপর। তারা বারবার কূটনীতিকদের সঙ্গে বসে এটাই প্রমাণ করছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কোনো কিছু হলেই তারা নালিশ করতে যায় বিদেশিদের কাছে। অনেকেই বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।’
আগামী অক্টোবরে বিএনপি আন্দোলনে যাবে, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলন কোনো বছরের অক্টোবরে হবে তা কেউ জানে না। এমন আন্দোলনের ঘোষণা তারা অতীতে বহুবার দিয়েছেন। কিন্তু মাঠে তাদের কাউকে দেখা যায়নি।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার ক্ষেত্রে সফল, কিন্তু কার্যক্ষেত্রে বিফল।
বিএনপির আন্দোলনের সক্ষমতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে বিএনপির সঙ্গে জনগণ নেই। জনগণ তো দূরের কথা, তারা যে আন্দোলনের হুমকি দিচ্ছেন, সেখানে তাদের সঙ্গে নিজেদের কর্মীরাও নেই। যে নেতারা হাইকোর্টে বোরকা পরে হাজির হয়, তাদের ওপর কর্মীদের আস্থা থাকার কথা নয়।