চুক্তি চাইলে যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে হবে: বরিস

SHARE

যুক্তরাজ্যের সঙ্গে কোনো বাণিজ্যচুক্তিতে যেতে চাইলে দেশটির ব্যবসায়ের ওপর থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই বিধিনিষেধ তুলে নিতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এই মন্তব্য করেছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, জি-৭ সম্মেলনে অংশ নিতে এখন ফ্রান্সে অবস্থান করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সেখানে গতকাল শনিবার ওই মন্তব্য করেন তিনি।
বরিস জনসন বলেন, যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বাধা রয়েছে। এ বিষয়ে তিনি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। আজ রোববার ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বিষয়টি আবার তুলবেন তিনি।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন।
বরিস জনসন বলেন, যুক্তরাজ্যের কোম্পানিগুলোর জন্য মার্কিন বাজারে বড় ধরনের সুযোগ রয়েছে। সেই সুযোগ তাঁরা ধরতে চান। তবে তার জন্য মার্কিন বন্ধুদের একটু আপস করতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন হবে। কারণ, বর্তমানে অনেক বাধা রয়েছে।
গত মাসে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য খুবই টেকসই একটি বাণিজ্যচুক্তি করতে যাচ্ছে