মুম্বাই শহরতলির ভিওয়ান্ডিতে আচমকাই ভেঙে পড়েছে একটি বহুতল ভবন

SHARE

ভারতের মুম্বাই শহরতলির ভিওয়ান্ডিতে আচমকাই ভেঙে পড়েছে একটি বহুতল ভবন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে অনেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫ জন।

মুম্বাই শহরতলির ভিওয়ান্ডি নামের এলাকার ওই চারতলা বাড়িটিতে থাকতো ২২টি পরিবার। এমনটাই জানিয়েছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা অনেকটাই।

জানা গেছে, শুক্রবার বেআইনিভাবে তৈরি ওই বাড়িটির একাধিক জায়গায় ফাটল দেখা যায়। রাতেই বাড়িতে থাকা ওইসব পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। কিন্তু কিছু লোক ঘরে ঢুকে তাদের জিনিসপত্র নিয়ে আসার জন্য। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ফলে ভেতরে চাপা পড়ে যান অনেকে।

এখন পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। ধ্বংস্তূপের নীচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তার খুঁজে দেখা হচ্ছে।

ভিওয়ানডি পৌরসভার কমিশনার অশাক রণখম্ব সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাড়িটি খালি করে দেওয়া হয়েছে। কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা না করে কিছু লোক বাড়িটিতে প্রবেশ করে। তখনই সেটি ভেঙে পড়ে। বাড়ি আট বছর আগে তৈরি হয়েছিল। এর জন্য পৌরসভার প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তদন্ত চলছে।