দল জিতলে সাইড বেঞ্চে বসতে আপত্তি নেই স্টার্কের

SHARE

যদি দল জিতে তবে প্রয়োজনে পুরো অ্যাশেজ সিরিজের সাইড বেঞ্চে বসে থাকতে রাজি আছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। বার্মিংহামে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এই গতি তারকা। দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টের টিম কম্বিনেশন ভাঙ্গতে রাজি নয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তাই স্টার্কের একাদশে সুযোগ পাওয়াটা কঠিনই।

নিজের একাদশে সুযোগ নিয়ে চিন্তিত নন স্টার্ক। তবে দলের প্রয়োজনে সাইড বেঞ্চেও বসে থাকতেও রাজি তিনি। স্টার্ক বলেন, ‘প্রথম টেস্টে দল জিতেছে, এটা অনেক বড় ব্যাপার। একাদশে জায়গা নিয়ে ভাবছি না। যদি দল জিতে প্রয়োজনে পুরো অ্যাশেজ সিরিজ সাইড বেঞ্চে বসে থাকতে রাজি আমি। আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি। অ্যাশেজ জিততে চাই। সেটার জন্য যেভাবে একাদশ করা হবে, তাতেই আমি খুশি। আমরা সবাই খুব ভালো বন্ধু। বন্ধুদের ব্যাগি গ্রিনে টেস্টে ভালো খেলতে দেখতে ভালো লাগে।’

বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ২৫১ রানে হারায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। ওই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় দেড় বছর পর সাদা পোশাক গায়ে চাপানো স্টিভেন স্মিথ। আগামী ১৪ আগস্ট থেকে লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।