পিটার্সবার্গে ছুরিকাঘাতে এক নারী নিহত, হিজাব পরিহিত আরেকজন আহত

SHARE

পেনসিলভানিয়ার পিটার্সবার্গে একজন নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং আরেক নারী এ ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বলে আন্তর্জাতিক বহু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সেখানকার এক বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে একজন নারী ঘুমিয়েছিলেন। একজন পুলিশ সদস্য বিষয়টি দেখতে পান।

ওই সময় আরেক ব্যক্তি সেই নারীর পাশে হাজির হয়ে আনুমানিক ১১ টা ৩০ মিনিট নাগাদ তার সঙ্গে কথোপকথন শুরু করেন। একপর্যায়ে ওই নারীকে ছুরিকাঘাত করেন।

পুলিশ সদস্য তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে প্রতিহত করে ভুক্তভোগী নারীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। প্রথম নারী হাসপাতালে নেওয়ার পর মারা যান। আর দ্বিতীয় আরেকজন নারী হিজাব পরিহিত ছিলেন। তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে অবশ্য ওই দুই ঘটনার সঙ্গে ধর্ম কিংবা সন্ত্রাসের যোগসূত্র খুঁজে পায়নি। এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে পিটার্সবার্গ পুলিশ।

এ ঘটনায় পিটার্সবার্গ পুলিশের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে।