‘সারাবিশ্বের স্থিতিশীলতা বিনষ্ট করছে যুক্তরাষ্ট্র’

SHARE

বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর বিরুদ্ধে একাধিপত্যবাদী নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তারা সারাবিশ্বের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এমনটাই অভিযোগ করেছে চীন।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০১২ সালের পর প্রথমবারের মতো শ্বেতপত্র প্রকাশ করেছে।

আজ বুধবার এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় শ্বেতপত্রে বলেছে, যুক্তরাষ্ট্রের উসকানির কারণে আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতা বাড়ছে।

ওই শ্বেতপত্রে বলা হয়েছে, ওয়াশিংটন একতরফা নীতি গ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে উসকানি ও প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে তার প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। এর আওতায় তারা পরমাণু, আউটার স্পেস, সাইবার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে সারাবিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে।

তাইওয়ানকে মার্কিন অস্ত্র দেয়া প্রসঙ্গে চীনা শ্বেতপত্রে বলা হয়েছে, বেইজিং কারো কাছে প্রতিশ্রুতি দেয়নি যে, প্রয়োজন হলেও তাইওয়ানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হবে না।

শ্বেতপত্রে বলা হয়েছে, চীন অবশ্যই একীভূত হবে। চীনের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে চীনের সক্ষমতা ও দৃঢ় প্রত্যয় রয়েছে।

সূত্র : পার্সটুডে