মিরাজ শঙ্কামুক্ত

SHARE

আজ অনুশীলনের এক পর্যায়ে মাঠের এক প্রান্তে আইসিসিকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। এসময় সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনরত সাব্বির রহমানের একটি শট তার মাথায় আঘাত করে। এতে কিছুক্ষণের জন্য অবচেতন হয়ে পড়েছিলেন মিরাজ। পরে অবশ্য উঠে ব্যাটিং করতেও চান তিনি। শুরুতে তার আঘাত পাওয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও তিনি শঙ্কামুক্ত বলে বাংলাদেশ দল সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘আঘাতের পর উঠে দাঁড়িয়ে ব্যাটিং প্রাকটিস করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু কোচ এবং ফিজিও তাকে তখন অনুমতি দেননি ব্যাটিং প্রাকটিস করার জন্য।’

সংবাদ সম্মেলনে এসে স্বস্তির সংবাদটা দিলেন বাংলাদেশ কোচ স্টিভ রোডসও, ‘আমার তো মনে হয় ও ভালোই আছে। ফিজিও চন্দ্রমোহন তার পরিচর্যা করছে। দেখে মনে হয়েছে, ভালোই আছে। তবে পুরোটা বলতে পারবে ফিজিও চন্দ্রমোহন। সেন্টার উইকেটে ব্যাট করছিল সাব্বির। তার হিট করা বল গিয়ে মাটিতে ড্রপ পড়ে লাগে মিরাজের মাথায়। মিরাজ তখন একটা টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল। আমার মনে হয় না খুব গুরুতর কিছু।’

মিরাজ শঙ্কামুক্ত থাকলেই বরং লাভ বাংলাদেশ দলের। দীর্ঘদিন ধরেই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া এই অফস্পিনারের সামনের ম্যাচগুলোতে উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের সেমি ফাইনালে যাওয়া না যাওয়া নির্ভর করবে আসন্ন আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সাথে ম্যাচে। তবে মিরাজ শঙ্কামুক্ত হলেও শঙ্কা রয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দলে ফেরা নিয়ে। এছাড়াও ছোট চোট নিয়ে খেলছেন তামিম, মুশফিক ও মাশরাফি।