ট্রাম্প আগ্রহী হলেও পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে চুপ ওয়াশিংটন

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। এ ব্যাপারে রাশিয়ারও কোনো অনাগ্রহ নেই। তবে এ বিষয়ে ওয়াশিংটন থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি।

আজ রোববার ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের ওসাকায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের এক ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রস্তাব আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে আমরা জানি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ওসাকায় অনুষ্ঠেয় আসন্ন জি-২০ সম্মেলনের এক ফাঁকে এ ধরনের কোনো বৈঠক আয়োজনের সুনির্দিষ্ট প্রস্তাব দেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।’