আইপিএলে ফাঁস হচ্ছে কোহলি-ধাওয়ানদের শক্তি-সামর্থ্য?

SHARE

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় বিদেশি কোচিং স্টাফ থাকায় বিশ্বকাপে নিজেদের শক্তি ও দুর্বলতা ফাঁস হওয়ার শঙ্কায় ভারতীয় দল ও টিম ম্যানেজমেন্ট

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। ভারতীয় দলের প্রস্তুতিও শেষের দিকে। কিন্তু দলটির টিম ম্যানেজমেন্ট স্বস্তিতে নেই। আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কোচিং স্টাফে ভরপুর বিদেশি। কয়েকজন আবার বিশ্বকাপে অংশ নেওয়া দলের সঙ্গেও আছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের অস্বস্তির জায়গাটা ঠিক এখানেই। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতা যে বিদেশিরা জেনে যাচ্ছেন!

দিল্লি ক্যাপিটালসের কথাই ধরুন। ফ্র্যাঞ্চাইজি দলটির কোচ রিকি পন্টিং—যিনি আবার অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্বেও আছেন। দিল্লিতে খেলছেন শিখর ধাওয়ান, বিশ্বকাপে তাঁকে দেখা যাবে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে। দিল্লির টিম অ্যানালিস্ট শ্রীরাম সোমাইজুলা আবার শ্রীলঙ্কা দলেও একই দায়িত্ব পালন করছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের অসন্তোষের জায়গাটা হলো, ধাওয়ানের শক্তি আর দুর্বলতা তো আইপিএল থেকেই জেনে-বুঝে নিচ্ছেন পন্টিং কিংবা সোমাইজুলা। বিশ্বকাপে নিজ নিজ দলের হয়ে এসব কাজে লাগানোর সুযোগ পাবেন তাঁরা।

ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’তে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির জাতীয় দলের কয়েকজন সদস্য। সংবাদমাধ্যমটি তাঁদের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘ভেবে দেখুন ধাওয়ানের খেলা তাঁরা কোন পর্যায়ে বুঝে নিচ্ছে। তাঁর শক্তি…দুর্বলতা…এটা অবশ্যই ভালো কিছু নয়। ঋষভ, পৃথ্বী, শ্রেয়াস…ভেবে দেখুন কী পরিমাণ তথ্য পাচ্ছে।’ একই উদাহরণ দেওয়া যায় কিংস ইলেভেন পাঞ্জাব নিয়েও। দলটির অ্যানালিস্ট প্রসন্ন আগোরাম দক্ষিণ আফ্রিকা জাতীয় দলেও একই দায়িত্বে আছেন। ভারতীয় দলের এক সদস্য এ নিয়ে বলেন, ‘প্রসন্ন দক্ষিণ আফ্রিকা দলে দুর্দান্ত কাজ করেছে। আমরা গত বছরই তা টের পেয়েছি। এখন সেই একই ব্যক্তি ভারতের ঘরোয়া ক্রিকেটে দুই মাসের মতো সময় কাটিয়ে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে যোগ দেবে। এটা ভালো কিছু নয়।’

ভারতীয় দলের সদস্যরা মনে করেন, আইপিএল মুক্ত টুর্নামেন্ট হলেও কিছু বিষয়ে বিধিনিষেধ থাকা উচিত। একজন পন্টিংয়ের উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা মনে করি না অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ভারতের ওপেনারের সঙ্গে থাকার বিষয়টি সঠিক। কিংবা এমন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে থাকা যেখানে ভারতের চার টেস্ট ক্রিকেটার আছেন। হ্যাঁ, আইপিএলে যে কেউ আসতে পারে তবে কিছু বিষয়ে বিধিনিষেধ থাকা উচিত।’

ভারতীয় দল থেকে এ কথাও বলা হয়েছে, ‘বিসিসিআই নিজস্ব নীতি আছে। কিন্তু আইপিএলের নির্দিষ্ট কোনো নিয়ম-নীতি নেই। আপেল ও কমলা একসঙ্গে থাকতে পারে না।’