সংসদীয় কমিটিকে শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনে আইএমএফ’র সহযোগিতা চাইলেন স্পিকার

SHARE

সংসদীয় কমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনে আইএমএফ’র সহযোগিতা চাইলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। বাংলাদেশে নিযুক্ত আইএমএফ’র আবাসিক প্রতিনিধি র‌্যাগনার গুডমুন্ডসন তাঁর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এই আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা আগামী ২৬ থেকে ২৭ মার্চ দিল্লীতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনোমিক পলিসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে র‌্যাগনার গুডমুন্ডসন ওই সম্মেলনে দক্ষিণ এশিয়ার ৫টি দেশের সংসদ সদস্যদের নিয়ে আইএমএফ আয়োজিত সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত ও আইএমএফ’র কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

এসময় স্পিকার আইএমএফ’র কার্যক্রমের প্রশংসার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্য আইএমএফকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সরকারী হিসাব, অনুমিত হিসাব ও সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটিসমূহের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ’র কাজ করার সুযোগ রয়েছে। আগামীতে এই সুযোগ কাজে লাগানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।