ব্রেক্সিটে আরো সময় চায় যুক্তরাজ্য

SHARE

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়ায় আরো সময় চায় যুক্তরাজ্য। এজন্য ব্রেক্সিটের সময় তিন মাস বাড়ানোর অনুরোধ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে ইইউকে চিঠি পাঠিয়েছেন।

আগামী ২৯ মার্চ ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়া (ব্রেক্সিট) চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু দেশটি এখনো কোনো ব্রেক্সিট চুক্তিতে উপনীত হতে পারেনি। ফলে সময় বৃদ্ধির আবেদন করতে হলো।

দুই দফা ব্রিটিশ প্রধানমন্ত্রী খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে হাজির হলেও তা বিপুল ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয়। এরপর তৃতীয় আরেকটি ভোট কার পরিকল্পনাও ব্যর্থ হওয়ার পর মে ইইউ এর কাছে এ সময় চাইলেন।

তবে ইইউ বলেছে, তারা সময় ২৩ মে’র বেশি নাও বাড়াতে পারে। ব্রেক্সিটে যে কোনোরকম বিলম্বের ক্ষেত্রে ইইউ’র ২৭ টি সদস্যদেশই একমত হতে হবে।