খাশোগির লাশ চুলায় পোড়ানো হয়েছিল

SHARE

সাংবাদিক জামাল খাশোগিকে খুন করার পর তার লাশ ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট জেনারেলের বাসভবনের একটি চুলায় পোড়ানো হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

রবিবার রাতে খাশোগি হত্যাকাণ্ডের একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রচার করেছে সংবাদমাধ্যমটি।

তথ্যচিত্রে বলা হয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে খাশোগিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করা হয়। টুকরোগুলো ব্যাগে ভরে কনস্যুলেট জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর লাশটি পুড়িয়ে ফেলতে একটি চুল্লি নির্মাণ করা হয়। চুল্লি নির্মাণের কাজে জড়িত ছিলেন একজন শ্রমিক। শ্রমিকটি এ বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি জানান, সৌদি দূতাবাসের নির্দেশনায় চুল্লিটি নির্মাণ করা হয়। শরীরের কোনো অংশ যাতে অবশিষ্ট না থাকে সেজন্য খাশোগির লাশের টুকরো চুলায় সিদ্ধ করা হয়।