চীনে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ট্রুডো! কিন্তু কেন?

SHARE

চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত জন ম্যাককলামকে বরখাস্ত করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে বরখাস্ত করেছেন।

এর আগে, ম্যাককলাম কানাডায় আটক চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান নির্বাহী মেং ওয়াংঝুর প্রত্যার্পণ নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এক বিবৃতিতে শনিবার জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তিনি জন ম্যাককলামকে পদত্যাগ করতে বলেছেন। তবে এর নেপথ্যে কী কারণ রয়েছে তা জানাননি ট্রুডো।

উল্লেখ্য, গত মঙ্গলবার ম্যাককলাম বলেন, মেং ওয়াংঝুকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিষয়টি ত্রুটিপূর্ণ।

সূত্র : বিবিসি