এরশাদ সুস্থ আছেন, দেশে ফিরছেন : রাঙ্গা

SHARE

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন এবং খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

২৬ জানুয়ারি, শনিবার রাঙ্গা বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, ‘আশা করি, ৩০ জানুয়ারির মধ্যে তিনি দেশে ফিরে আসবেন।’

জানা গেছে, ৮৮ বছর বয়সী হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। পাশাপাশি যকৃতের জটিলতায়ও ভুগছেন তিনি। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর দলে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠার মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। ভোটের আগে সিঙ্গাপুর থেকে ফেরেন তিনি। নির্বাচনে রংপুর-৩ আসনে বিজয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হুইল চেয়ারে চড়ে সংসদ ভবনে গিয়েছিলেন তিনি।

এরপর এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি নেন। তবে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ হারান। নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এরশাদ ঘোষণা দিয়েছেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যান হবেন তার ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

স্ত্রী ও বিদায়ী সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে বাদ রেখে ভাই জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় উপনেতাও বানিয়েছেন এরশাদ।