ইসলামী আন্দোলনের সমাবেশে রোহিঙ্গা নির্যাতনের কড়া প্রতিবাদ

SHARE

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে এই সমাবেশের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে জড়ো হয় দলটির নেতা-কর্মীরা।

সমাবেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ, শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার কড়া সমালোচনা করেন সংগঠনের নেতারা। একইসাথে রোহিঙ্গা শরনার্থী শিবিরে প্রধানমন্ত্রীর সফরের প্রশংসাও করেন তারা।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর রেজাউল করীম বলেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে জাতিসংঘকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। এগিয়ে আসতে হবে মুসলিম দেশগুলোকেও।

সমাবেশ শেষে ঢাকায় মিয়ানমারের দূতাবাস ঘেরাও করার কথা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় সে কর্মসূচি পালন করতে পারেনি সংগঠনটি।