কাশ্মিরে ভুলবশত এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী

SHARE

নিজস্ব প্রতিবেদক:

ভারত শাসিত কাশ্মিরে বিদ্রোহী মনে করে ভুলবশত ১৯ বছরের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। মঙ্গলবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আর শাহীদ বশির মীর নামের ওই ছাত্র সেনাবাহিনীর গুলিতে নিহত হবার পর বৃহস্পতিবার কাশ্মিরের উত্তরাঞ্চলীয় হান্দুয়ারা এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দারিল তার্থপোরা গ্রামের অধিবাসীরা। তারা মীরের মৃতদেহবাহী কফিন নিয়ে মিছিল করে এবং এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করা হবে না বলে বিক্ষুব্ধরা দাবি করে।

নিহত মীর একজন সাধারণ নাগরিক ছিল। তার কাছ থেকে কোন অস্ত্র পাওয়া যায়নি বলে সাংবাদিকদের কাছে স্বীকার কেরেছেন কাশ্মিরের পুলিশ প্রধান মুনীর খান।