নিজস্ব প্রতিবেদক :
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছেন প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।
বুধবার দুপুরে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে এই মত উঠে আসে। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বলেছেন, সেনা মোতায়নের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সীমানা নির্ধারণের বিষয়টি নির্বাচনের অনেক আগেই ফয়সালা করা দরকার। যাতে নির্বাচনের সময় এই নিয়ে আইনি জটিলতা এড়ানো যায়। এছাড়া, প্রবাসী ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করার উদ্যোগেরও আহ্বান জানান তারা।
সাংবাদিকদের জন্য প্রার্থীদের হলফ নামা নির্বাচনের আগেই উন্মুক্ত করার আহবান জানিয়ে গণমাধ্যমের প্রতিনিধিরা বলেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নয়, সাংবাদিকরা ওই সময় সংবাদকর্মী হিসেবেই কাজ করতে চান। নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়ে, ভোটের আগে সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে বিশেষ সতর্কতা নেয়ার দাবিও জানান তারা।