‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে জনসমর্থনের ঢেউ: প্রেস সচি

SHARE

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারা দেশে ব্যাপক জনমত তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় অবস্থিত বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শফিকুল আলম বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও নিপীড়নের রাজনীতি ফিরে আসবে না। এর ফলে নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব ভোটারদের উদ্দেশে শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রদান ও ভোট-পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

মাজার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এ ধরনের ধর্মীয় স্থাপনায় হামলা বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অত্যন্ত নিন্দনীয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ‘তৌহিদি জনতা’ পরিচয়ে একটি গোষ্ঠী বুচাই পাগলার মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে, যা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।